ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফরিদপুরের সদরপুরে ১৪৪ ধারা জারি

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৭, ১৭ অক্টোবর ২০২০

ফরিদপুর-৪ আসনের (সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা) সদরপুরে এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় সদরপুর উপজেলা চত্বরে নিক্সন গ্রুপের ও জাফরউল্লাহ গ্রুপের একই সময়ে ও একই স্থানে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে এদিন সকাল ৯টা হতে রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

জানা যায়, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নিক্সন চৌধুরীর বিচারের দাবীতে ওই সমাবেশের আয়োজন করা হয়। অপরদিকে সতন্ত্র এমপি নিক্সন চৌধুরীর সমর্থকেরা তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে একই স্থানে সমাবেশর ডাক দেয়। পাল্টাপাল্টি এ সমাবেশে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করে নির্বাচন কমিশন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি