ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মা-ছেলে

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৫, ২৯ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোদাগাড়ী-নাচোল সড়কের জটাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোদাগাড়ী পৌরসভা এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ীর শাহ আলমের স্ত্রী মাসুদা (৫৫) ও ছেলে মাসুদ (২৪)।

গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, আত্মীয় বাড়ি থেকে মা ও ছেলে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেলন। এ সময় নাচোলগামী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে মাসুদ এবং হাসপাতালে নেওয়ার পথে মাসুদা মারা যান। 

নিহত মাসুদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র ছিল বলেই জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি