ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় রিক্সা মালিক-শ্রমিকদের বিক্ষোভ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ৪ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সের নামে রিক্সা ও ইজিবাইক মালিক-শ্রমিকদের হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া বাম শক্তি স্থানীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

এতে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, এডভোকেট সৈয়দ মো. জামাল, জেলা জাসদের সভাপতি এডঃ আক্তার হোসেন সাঈদ, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি কমরেড নজরুল ইসলাম, সহ-সভাপতি শামসুল আলম প্রমূখ। 

এসময় বক্তারা, লাইসেন্সের নামে হয়রানি বন্ধসহ রিক্সা ও ইজিবাইক মালিক-শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে রিক্সা ও ইজিবাইক বন্ধ না এবং বিকল্প কর্মসংস্থানের জন্য কোকিল টেক্সটাইল মিলটি দ্রুত চালু করার দাবী জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  
কেআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি