ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

সরাইলে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২০, ১১ নভেম্বর ২০২০ | আপডেট: ১৮:০৯, ১১ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংঘর্ষে সরাইল থানার কনষ্টেবল সুমনসহ ১০ জন আহত হয়েছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর এক যুব সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

আজ বুধবার উপজেলা যুবলীগের পায়েল হোসেন মৃধা, আল এমরান, বেলায়েত হোসেন মিল্লাত, জাকির হোসেন, হাফিজুল আসাদ সিজার ও রনির নেতৃত্বে পৃথক পৃথক র‌্যালি উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি হাজী মাহফুজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। এসময় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের প্রার্থী পায়েল হোসেন মৃধা, বেলায়েত হোসেন মিল্লাত প্রমুখ। 

এদিকে, শহীদ মিনারে আলোচনা সভা চলাকালীন আধা কিলোমিটার দূরে হাসপাতাল মোড়ে দু’গ্রুপের সমর্থকের মধ্যে জুতা মাড়ানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপসহ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উচালিয়াপাড়ার কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে সরাইল থানার কনষ্টেবল সুমনসহ অন্তত ১০ জন আহত হন।

এসময় পুলিশ সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা ফায়ারের মাধ্যমে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকার কারণে অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে সকালে উপজেলা সদরের অন্নদা স্কুল মোড় থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাতের নেতৃত্বে সুসজ্জিত একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরে বের হতে দেখা যায়। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি