ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ডিসির বাসভবনে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ১৭ নভেম্বর ২০২০ | আপডেট: ১৬:৪৩, ১৭ নভেম্বর ২০২০

রাজবাড়ী জেলা প্রশাসকের বাস ভবনের নিরাপত্তায় নিয়োজিত বাবুল হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবল বিষপান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় দুপুরে। ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন।

কনস্টেবল বাবুল হোসে ফরিদপুর জেলার বোয়ালমারির মকিমপুর ভীনপুরের আকুল কাসেম শেখের ছেলে। তার দুই স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত দুইটার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের বাসভবনের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল বাবুল হোসেনকে হাসপাতালে আনা হয়। পড়ে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে বিষপান করা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন দায়িত্বরত চিকিৎসক ছিলেন ডাঃ তাইরান।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুমদার জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি