ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ২ জানুয়ারি ২০২১

গাজীপুরের কোনাবাড়ীতে মিনিবাস চাপায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এদিন জেলার শ্রীপুরে ট্রাক-যাত্রীবাহী লেগুনা সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ৮ জন। 

শনিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল ব্রীজ এলাকায় যাত্রীবাহী মিনিবাস চাপায় দুই নারী শ্রমিক আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। 

জিএমপি কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানায়, জয়দেবপুর থেকে চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের দ্রুত গতির একটি মিনিবাস মহাসড়ক অতিক্রম করার সময় বুকল খাতুন ও করুনা খাতুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। তারা দু’জনেই কারখানার শ্রমিক। মধ্যাহ্ন বিরতীতে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পরেন তারা।

অন্যদিকে, সকালে গাজীপুরের শ্রীপুরে ট্রাক-যাত্রীবাহী লেগুনা মুখোমুখী সংর্ঘষে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি