ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৫, ২৯ জুলাই ২০২১

নাটোরের সিংড়া ও বড়াইগ্রাম উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় মোঃ আজাহার আলী (৫৫) নামে এক ভ্যান চালক ও শাজাহান আলী (৫২) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ভ্যানের দুজন যাত্রী। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বাইসা পাড়া ব্রীজ সংলগ্ন স্থানে ট্রাক চাপায় ভ্যানচালক এবং বুধবার রাতে বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় ট্রাক চাপায় ট্রাকের হেলপার নিহত হয়। 

নিহত আজাহার আলী সিংড়া উপজেলার কলম গ্রামের আকবর আলীর ছেলে এবং শাজাহান আলী চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার হাতিকাটা স্কুলপাড়া এলাকার আফতাব হোসেনের ছেলে। এই ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে সিংড়া থানা হেফাজতে রাখা হয়েছে। তারা হলেন- যশোর জেলার কোতোয়ালী থানার নুররুর গ্রামের আব্দুল আলিমের ছেলে ট্রাক চালক লিটন হোসেন এবং একই গ্রামের ইউনুস আলীর ছেলে ও ট্রাকের হেলপার মোঃ পিয়াস।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ও হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজওয়ানুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 

ইন্সপেক্টর রেজওয়ানুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার সময় সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ভ্যানচালক আজাহার আলী বাইসা পাড়া ব্রীজ সংলগ্ন স্থানে ভ্যান চালিয়ে যাওয়ার সময় অপর একটি ভ্যানকে অতিক্রম করতে যায়। এসময় নাটোরগামী ভুট্রা বোঝাই একটি ট্রাক ভ্যানটির সামনাসামনি এসে গেলে ওই ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। 

এসময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক আজাহার মারা যান। একই সঙ্গে ভ্যানে থাকা যাত্রী মোঃ সাজু মিয়া ও তার স্ত্রী মোছাঃ লিপি বেগম আহত হন। তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

অপরদিকে ওসি মোজাফ্ফর হোসেন জানান, বুধবার রাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় ওই ট্রাকটি মেরামত করতে রাস্তার পাশে রেখে হেলপার শাজাহান আলী অন্যান্য ট্রাক চালককে সর্তক রাখতে সিগন্যাল দিতে থাকে। এক পর্যায়ে অপর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে শাজাহান মারা যান। 

এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি