ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে একদিনে করোনায় আক্রান্ত ১৭৪, মৃত্যু ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ৩ আগস্ট ২০২১

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৭৪ জন। আক্রান্তের হার ২৫ দশমিক ৭৭ শতাংশ।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) সকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া যায়। 

জেলায় ৬৭২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৭৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যা পূর্বের দিন থেকে শূন্য দশমিক ৮ ভাগ বেশি। 

এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৪ হাজার ৩৪৭ জন। এর মধ্যে মারা গেছেন মোট ২১৭ জন। আর সুস্থ হয়েছেন ৭ হাজার ৯০৬ জন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি