ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মানি লন্ডারিং মামলা ও প্রতারণার অভিযোগে আটক ২

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪০, ২৬ আগস্ট ২০২১

ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার এজাহারভুক্ত পলাতক আসামী স্বেচ্ছাসেবক লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক ফাহিম বিন ওয়াজেদ ফাইনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে প্রতারণার অভিযোগে এনএসআই পরিচয় দানকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে আটককৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ আগস্ট) রাতে ফরিদপুর ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জ জেলার শিবালয় থেকে তাকে আটক করে। আটক ফাহিমের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের মামলা ছাড়াও কোতয়ালী থানায় আরও ৫টি মামলা রয়েছে।

এদিকে, এনএসআই’র ডিডি পরিচয় দিয়ে প্রতারণার সাথে জড়িত ছানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। বুধবার বিকালে শহরের কানাইপুর এলাকা থেকে ছানোয়ারকে আটক করা হয়। ছানোয়ারের বিরুদ্ধে নাটোর, নওগাঁ ও নোয়াখালী জেলায় প্রতারণার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আটককৃতকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি