ঢাকা, মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪

রাজবাড়ীর গোদার বাজারে ফের নদী ভাঙন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৯, ২৬ অক্টোবর ২০২১

রাজবাড়ী গোদার বাজারের নদী তীর রক্ষা বাঁধে ফের ভাঙন শুরু হয়েছে। ফলে ভাঙনের মুহুর্তে মধ্যে প্রায় দেড়'শ মিটার এলাকার কংক্রিটের তৈরি ব্লক নদী গর্ভে বিলিন হয়েছে। সোমবার সকালে এ ভাঙন শুরু হয়। 

এদিকে ভাঙন আতঙ্কে বাড়ি ঘর ভেঙ্গে অনত্র সড়িয়ে নিচ্ছেন স্থানীয়রা। এখন ভাঙন হুমকিতে রয়েছে ওই এলাকার আধা-পাকা প্রায় ২০টির মত বসতবাড়ি, মসজিদসহ বন্যা নিয়ন্ত্রণকারী বাঁধ। তবে দুপুর পর্যন্ত ও ভাঙন রোধে কোন পদক্ষেপ গ্রহন করতে দেখা যায়নি।

রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানান, নদী ভাঙন রোধে তারা জিও টিউব ফেলার কাজ শুরু করবেন। মূলত নদীর গতিপথ পরিবর্তন ও পানি কমার কারণে এখন ভাঙছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি