ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

ঘোড়াশাল পৌর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১০:২০, ২ নভেম্বর ২০২১

ভোট প্রদানের অপেক্ষায় ভোটারদের লাইন

ভোট প্রদানের অপেক্ষায় ভোটারদের লাইন

নরসিংদীর ঘোড়াশাল পৌর নির্বাচনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইলেক্টনিক ভোটিং মেশিন (ইভিএমএ)’র মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে ইতিমধ্যেই সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিক নিয়ে আল মুজাহিদ হোসেন তুষার, মোবাইল ফোন প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) তানজিরুল হক রনি এবং হাতপাখা প্রতিক নিয়ে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ইকরাম হোসেনসহ তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এছাড়া ১৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ৫৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছে এই নির্বাচনে।

রিটার্নিং কর্মকর্তা মেছবাহ উদ্দিন আহমেদ জানান, ৬২ হাজার ২৪৮ ভোটারের এই পৌরসভায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন করতে ইতিমধ্যেই সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ৯টি ওয়ার্ডের ২৪টি কেন্দ্রের ১৮৬টি কক্ষে অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ। 

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোতায়েন রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিপুল সংখ্যক আইন-শৃংখলা বাহিনীর সদস্য।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি