ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে গাড়ীর চাপ বেড়েছে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৪, ৮ ডিসেম্বর ২০২১

ঘন কুয়াশার কারণে বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। ফলে পারের অপেক্ষায় থাকা যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। 

ঘাট সুত্রে জানা যায়, রাত দেড়টা থেকে কুয়াশার কারণে নদীর মধ্যে মার্কিন বাতি আর দেখা যাচ্ছিল না। তখন দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। মাঝ রাতে আসা যাত্রীবাহি পরিবহনগুলো পারের অপেক্ষায় থাকে। এছাড়া আটকা পরে থাকে বিভিন্ন পণ্য বোঝাই ট্রাক।

বিআইডব্লিউটিসি জানায়, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বন্ধই ছিল ফেরি চলাচল। তবে দীর্ঘ সময় ফেরি বন্ধের কারণে ঘাটে গাড়ীর চাপ বেড়েছে। 

বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ১৫টি ফেরি চলাচল করছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি