ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

নাটোরে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৫, ১১ ডিসেম্বর ২০২১

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে নাটোরে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

সিভিল সার্জন কাজী মিজানুর রহমান এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় সদর হাসপাতালের এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। 

এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৪শ’ ৭২ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৬ হাজার ৪শ’ ৪২ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৫২টি ইউনিয়নে মোট ২ হাজার ২শ’ ৮৭ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। সবগুলো কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি