ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

মোংলা বন্দরে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০১, ১২ ডিসেম্বর ২০২১

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা বন্দরে পালিত কয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। রোববার (১২ ডিসেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে মোংলা বন্দরের সভাকক্ষে সেমিনারের আয়োজন করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মো. শাহীনুর আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) সৈয়দ রবিউল আলম। এছাড়াও বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগীয় প্রধান ছাড়াও অন্যান্য কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সেমিনারে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, আইসিটি শিল্লের বিকাশ, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, আইসিটি খাতে দক্ষ জনবল তৈরী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মোংলা বন্দর কর্তৃপক্ষও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে পিছিয়ে নেই। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের সেবা গ্রহীতাগণ বন্দর থেকে সকল ধরণের ডিজিটাল সুবিধা ভোগ করে থাকে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি