ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

সরাইলে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ২১:১০, ১৪ ডিসেম্বর ২০২১

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় সরাইল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বুদ্ধিজীবি দিবস পালিত হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলার শহীদ বুদ্ধিজীবি সৈয়দ আকবর হোসেন বকুল মিয়া স্মরণে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাংবাদিকবৃন্দ।

১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামস সম্মিলিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবিদের হত্যা করে। মুক্তিযুদ্ধের শেষলগ্নে ৬ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে পুরো জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল হানাদার বাহিনী। ঘাতকদের হাতে শহীদ হওয়া বাংলাদেশের সেইসব সূর্যসন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবি দিবস। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দু’দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে। অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। ১৪ ডিসেম্বর শ্রদ্ধার সঙ্গে পুরো জাতি শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবে। তাই এই দিনটি জাতির বিবেক হত্যার কলঙ্কময় দিন।

সরাইল উপজেলার প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন, সাংবাদিক আলমগীর মিয়া, নারায়ন চক্রবর্ত্তী, মামুন খান, মাহবুবুর রহমান খন্দকার, রিমন খান, শরিফ বক্স প্রমূখ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি