ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

টেকনাফে পানির নীচ থেকে ক্রিস্টাল মেথ আইস জব্দ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৭, ৫ জানুয়ারি ২০২২

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সাবরাং বিওপি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি। 

বুধবার সকাল ১১টায় এক বিজ্ঞপিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মংগলবার গভীর রাতে নাফ নদীর সাবরাং বিওপি’র লবণের মাঠ এলাকার ৫নং স্লুইচ গেটের নিচে অভিযান চালায় বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের একটি দল। এ সময়ে স্লুইচ গেটের পানির নিচে পিলারের সাথে লুকায়িত অবস্থায় কালো রঙের পলিথিনে মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।

এ সময়ে কোন পাচারকারী কিংবা তাদের কোন সহযোগিকে আটক করা সম্ভব হয়নি, জানান বিজিবি অধিনায়ক।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি