ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

শীত নিবারণের আগুনে দগ্ধ হয়ে ৩ নারীর মৃত্যু

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪২, ৮ জানুয়ারি ২০২২

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধিন রোগী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধিন রোগী

রংপুরে হিমেল বাতাস শীতের তীব্রতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে গত ২৪ ঘণ্টায় দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তিন নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের প্রধান ডা. এম এ হামিদ পলাশ।

নিহতরা হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ির তারা মনি (৮৫) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির আশা রানি (৪৫) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর গ্রামের শামসুন্নাহার বেগম। 

দগ্ধ হয়ে চিকিৎসাধিন আছেন আরও ২১ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. নবেল।

রংপুর হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সহকারী অধ্যাপক ডা. এম এ হামিদ পলাশ জানান, সহায় সম্বলহীন হতদরিদ্র মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় বেড়েছে দুর্ভোগ। শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত দগ্ধ হন অনেকেই।  

তিনি আরও জানান, যে তিনজন মারা গেছেন তাদের দুজনের শরীর পুড়ে গেছে ৬০ থেকে ৭০ শতাংশ। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের বাঁচানো সম্ভব হয়নি। 

আগুন পোহানোর সময় কাপড় সাবধানের সাথে ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি