ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

ঠাকুরগাঁয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৭, ১০ জানুয়ারি ২০২২

ঠাকুরগাঁয়ে বেড়েছে শীতের দাপট। শীতে কাবু হয়ে পড়ছেন নারী ও বৃদ্ধরা। দরিদ্র ও ছিন্নমুল পরিবারের লোকজন শীতের কাপড়ের অভাবে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। এসময় দুস্থ মানুষের সহযোগিতায় শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে সরকারি-বেসরকারি ও বিভিন্ন সামাজিক সংস্থা।

এরই অংশ হিসেবে সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “সহায়” এর উদ্যোগে দুইশ’ শীতার্ত মানুষের মাঝে একটি করে লেপ বিতরণ করা হয়। 

স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এসব লেপ গ্রহণ করেন, বিভিন্ন বয়সের ভিক্ষুক, দিনমজুর, কাজের বুয়া, অটোরিক্সা চালক, মাদ্রাসা শিক্ষার্থীসহ অন্যান্য দরিদ্র ও ছিন্নমুল পরিবারের লোকজন। এছাড়া গাছ থেকে পড়ে গিয়ে চলৎশক্তি হারানো মামুনের সহায়তায় একটি গাভি প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক বেগ, জেলা চেম্বারের সভাপতি হাসিবুর বাবলু, এডভোকেট মোস্তাক আলম টুলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সংগঠনের উপদেষ্টা ফারুক হোসেন জুলু, সভাপতি সুজন খান ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অন্যান্য কর্মীগণ। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি