ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

হিলিতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৮, ১১ জানুয়ারি ২০২২

দিনাজপুরের হিলিতে নিজেদের পড়ালেখার খরচ থেকে বাঁচানো অর্থ দিয়ে শতাধিক গরীব অসহায় দুস্থ ছিন্নমুল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে তারুণ্য শক্তি নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার দিবাগত রাতে হিলিস্থলবন্দর এলাকাসহ হিলির বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সড়কের পাশে অবস্থান নেওয়া ও বাড়িঘর হীন ছিন্নমুল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন তারুণ্য শক্তির উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, আনন্দ হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহিম মিথুন, সদস্য মাহি শেখ ও রমিম।

তারুণ্য শক্তির প্রচার সম্পাদক আব্দুর রহিম মিথুন বলেন, গত কয়েকদিন ধরেই হিলিতে শীত অব্যাহত রয়েছে। তীব্র শীতের কারণে গরম কাপড়ের অভাবে কষ্ট ভোগ করছেন গরীব অসহায় দুস্থ ছিন্নমুল মানুষজন। এমন অবস্থায় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাড়ানোর উদ্যোগ নেয়। এজন্য সংগঠনের সদস্যদের প্রত্যেকেই তাদের পড়ালেখার খরচ থেকে বাচানো অর্থ দিয়ে সেই টাকা দিয়ে আমরা কম্বল কিনে তা গতকাল রাতে হিলি স্থলবন্দরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সড়কের ধারে অবস্থান নেওয়া ও খুপড়ি ঘরে বসবাসরত শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন করেছি। আমাদের পক্ষ থেকে এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত হিলির ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য শক্তি। গত বছর করোনাকালীন থেকেই এই সংগঠনের পক্ষ থেকে করোনা থেকে বাঁচতে মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের পাশে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছিল।
কেআই// 


 

 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি