ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

বিরামপুরে জুয়ার আসর থেকে আটক ২১ 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৫, ১১ জানুয়ারি ২০২২

দিনাজপুরের বিরামপুরে মধ্যরাতে বাড়িতে রীতিমতো আসর বসিয়ে জুয়া খেলার দায়ে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামদী তাস ও নগদ টাকাসহ ২১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুরের মাধুপুর গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পুর্বক মঙ্গলবার দুপুরে তাদের দিনাজপুর আদালতে প্রেরন করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন মোকছেদ আলী (৫২), বাবুল হোসেন (৫৭), হাকিম উদ্দিন (৫৫), শরিফুল ইসলাম (৪০), মাহবুর রহমান (৩৪), মোয়াজ্জেম হোসেন (৪৫), মিজানুর রহমান (৪২), আমিনুর ইসলাম (৪৫), মিজানুর রহমান (৪২), আয়েজ উদ্দিন (৬৫), গোলজার হোসেন (৪৫), নূরুন্নবী মোল্লা (৩৩), গোলাপ হোসেন (৪৫), মশিরুল ইসলাম (৩২), হাফিজুর রহমান (৪৫), পরিমল টুডু (৪৫), বাবলু মোল্লা (৩৩), শরিফুল ইসলাম (৩৫), আবু তাহের (৩৭), আমিনুর রহমান (৩৭) ও শাহিনুর ইসলাম(২৮)। তারা সকলেই ওই এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুমন কুমার মহন্ত বলেন, সীমান্ত এলাকার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামে শামীম মিয়ার বাড়িতে রীতিমত আসর বসিয়ে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। সেই সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। 
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ২১ জন জুয়াড়িকে আটক করা হয়। এছাড়াও সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামদি তাস ও নগদ ৭ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি