ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

ময়মনসিংহ থেকে ছাড়েনি ঢাকামুখী কোন বাস

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৯, ১৬ জানুয়ারি ২০২২

ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা থেকে ঢাকামুখী সকল ধরণের পরিবহনে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। 

রোববার সকাল থেকে ময়মনসিংহ হয়ে কোন ধরণের যানবাহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। অনেক যাত্রী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে কেন্দ্রিয় বাস টার্মিনালে এসে দুর্ভোগে পড়েছেন। 

সপ্তাহের প্রথম কর্মদিবসে অনেকেই ময়মনসিংহ থেকে বাসযোগে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মস্থলে গিয়ে থাকেন। এসব যাত্রীরা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।

যাত্রীরা বলছেন, তারা অনেকেই জানতেন না ধর্মঘটের খবর, তাই যাত্রার উদ্দেশ্যে বাস টার্মিনালে আসেন তারা।

এনা পরিবহনের এক যাত্রী জানান, রোববার সকাল থেকে বাস ধর্মঘট, এটা তিনি জানতেন না। তিন দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন। ছুটি শেষ হয়ে যাওয়ায় রোববার কর্মস্থলে যোগ দেয়ার কথা ছিল। বাস টার্মিনালে এসে জানতে পারেন পরিবহন ধর্মঘটের কথা। এখন কিভাবে ঢাকা যাবেন এই নিয়ে চিন্তিত তিনি।

এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুরের সালনা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত সড়কের বেহলাদশার কারণে যানবাহন চালাতে তাদের সমস্যা হচ্ছে। সড়ক সংস্কারের দাবি করে আসলেও তা করা হচ্ছে না। খানাখন্দ এবং বেহাল দশায় সড়কের যান চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

একারণে শনিবার সন্ধ্যার পর ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও জেলা চেম্বার অব কমার্স নেতারা সকাল থেকে ঢাকামুখী সকল পরিবহনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে জানান ময়মনসিংহ মোটর মালিক সমিতির বাস শাখার সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি