ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

টিকা দিতে গিয়ে সড়কে প্রাণ গেল স্কুলছাত্রের

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ১৭ জানুয়ারি ২০২২

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে যাওয়ার পথে বহনকারী ইজিবাইকের সাথে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় হুমায়ুন কবির (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।

সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলার শাল্টিমুরাদপুর নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং সে উপজেলার শিবরামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সোমবার সকাল ১১টার দিকে উপজেলার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ৬-৭ জন শিক্ষার্থীর সঙ্গে হুমায়ুন কবীর ইজিবাইকে চড়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নেওয়ার জন্য যাচ্ছিলেন। 

এসময় উপজেলার ভাদুরিয়া-দাউদপুর সড়কের শাল্টিমুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছুলে বালুবোঝাই ট্রলিটি শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ট্রলির চাপায় ঘটনাস্থলে শিক্ষার্থী হুমায়ুন কবীর নিহত এবং আরও ২ শিক্ষার্থী আহত হয়, জানান ওসি।

পরে আহতদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে স্থানীয়রা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি