ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৭, ১১ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পানিতে গোসল করতে নেমে সাহেদ হোসেন বাপ্পি (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ হোসেন বাপ্পি কক্সবাজার জেলার রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের সামশুল আলমের ছেলে। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিউদ্দিন আহমদ জানান, শুক্রবার সকালে সাঈদ ও তার আরেক বন্ধু মিলে সাগরে গোসল করতে নামেন। এর মধ্যে স্রোতের টানে দুইজন ভেসে যান। তবে একজনকে উদ্ধার করা হলেও সাইদ হোসেন বাপ্পি স্রোতের টানে ভেসে যান। পরে খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা সাগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। কক্সবাজার সদর হাপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি