ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ঈদে ঘরমুখী মানুষের চাপ ফেরি ও লঞ্চ ঘাটে

রাজবাড়ী  প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৭, ২৯ এপ্রিল ২০২২ | আপডেট: ১২:৫৯, ২৯ এপ্রিল ২০২২

ঈদকে সামনে রেখে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাটগুলোতে ঘরমুখী মানুষের উপচেপড়া ভির দেখা গেছে। ঈদের ছুটি শুরু হওয়ায় ঘরে ফেরা মানুষ ও যানবাহনের চাপ বেশি দেখা গেছে ঘাট গুলোতে। 

শুক্রবার সকাল থেকে প্রতিটি লঞ্চ ও ফেরিতে ব্যাক্তিগত এবং যাত্রীবাহী বাসের সঙ্গে সাধারণ যাত্রীদের ভিড় দেখা যায়। তবে পথে পথে অতিরিক্ত ভাড়া ও নির্দিৃষ্ট গন্তব্যের আগে যাত্রীদের নামি দেওয়ায় মালামাল নিয়ে পায়ে হেঁটে লঞ্চ ও ফেরিতে উঠতে হয়েছে। এতে তাদের ভোগান্তিতে পরতে হয়েছে। তারপরও বাড়িতে ঈদ করতে যেতে পারার আনন্দে যাত্রীরা ভালো লাগার কথা জানান।

বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির সংখ্যা বাড়িয়ে ২০টি করা হয়েছে। লঞ্চ চলাচল করছে ২১টি। অন্যান্য সময়ের চেয়ে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় যাত্রী ও যানবাহন পারাপারে কিছুটা সময় লাগছে। 

গত ২৪ ঘন্টায় এ নৌরুট দিয়ে ৯ হাজার ছোট বড় যানবাহন পারাপার করা হয়েছে। যা অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুনেরও বেশি।

শুক্রবার দৌলতদিয়া মহাসড়কে ৫ শতাধিক যাত্রীবাহি বাস, পণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহন পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। বাস ও ছোট যানবাহন অগ্রাধিকার ভাবে পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি (আরিচা-দৌলতদিয়া-পাটুরিয়া) ডিজিএম খালিদ নেওয়াজ বলেন, “ঈদে ঘর মুখী মানুষ ও যানবাহন পারাপারে ফেরি সংখ্যা বাড়ানো হয়েছে।” যানবাহনের চাপ বেড়ে গেলে তাৎক্ষনিক ফেরির সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।  
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি