বরিশালে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
প্রকাশিত : ১৩:০১, ১ জুন ২০২২
বরিশালের সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করেছে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মে) বিকালে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার সন্ধ্যা নদীর কদমবাড়ি ও ত্রিমুখী সংযুক্ত খাল ও তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসান যৌথ উদ্যোগে অভিযান চালায়।
এসময়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
পরে আটককৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ অন্যরা।
আরএমএ/এএইচ
আরও পড়ুন