ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ১০ জুন ২০২২

গাজীপুরের কালিয়াকৈরের চান্দরা এলাকায় স্বামীর হাতে আখি আক্তার (২৩) নামের এক পোশাক শ্রমিক খুন হয়েছে। ঘটনায় ঘাতক স্বামী আকবর হোসেনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার ভোরে নিহত আখির মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
আখির স্বজনরা জানান, সবজি ব্যবসায়ী আকবর হোসেনের সঙ্গে আখি আক্তারের দীর্ঘদিন যাবৎ  দাম্পত্য কলহ চলছিল। কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে পাটার শিল দিয়ে থেতলিয়ে আখিকে হত্যা করে ঘাতক আকবর।
  
কালিয়াকৈর থানার পরিদর্শক অপারেশন মনিরুজ্জামান জানান, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলার অভিযোগ দায়ের করেছেন। মামলার প্রস্ততি চলছে ।  

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি