ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

বজ্রপাতে পিতা-পুত্র-ভাইসহ নিহত ৮, আহত ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৯, ৮ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৯:১৬, ৮ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে পিতা, পুত্র, ভাইসহ ৮ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও ৭ জন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন- শিবপুর গ্রামের আফছার আলী (৬০), ভাই শমসের আলী (৬৫), শমসের আলীর ছেলে শাহিন মিয়া (২৭), মোকা মিয়া (৫০), মোন্নাফ আলী (২৫), মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস ও শাহ আলম। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার সময় মাটিকোড়া গ্রামের জমিতে ধানের চারা রোপন করছিল ১৫ জনের মত কৃষি শ্রমিক। হঠাৎ বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হয়। এতে সবাই বজ্রপাতের আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে আরো ৩ জনের মৃত্যু হয়।

উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। 

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি