ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪

চার সন্তানের জননীকে নিয়ে কবিরাজ উধাও

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২২:০৫, ৮ সেপ্টেম্বর ২০২২

অভিযুক্ত কথিত কবিরাজ মধু

অভিযুক্ত কথিত কবিরাজ মধু

ঢাকার নবাবগঞ্জে এক চার সন্তানের জননীকে নিয়ে পালালেন মধু নামক এক কথিত কবিরাজ। অভিযুক্ত মধু নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকার ডাঙ্গার চালা নামক এলাকার বাসিন্দা।

এ ঘটনায় পিয়ারা বেগমের মেয়ে বাদি হয়ে ৩ সেপ্টেম্বর কথিত কবিরাজ মধুর নামে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, গত ২০ আগস্ট কথিত কবিরাজ মধু দোহার উপজেলার মাঝিরচর গ্রামের সিদ্দিক শরিফের স্ত্রী চার সন্তানের জননী পিয়ারা বেগমকে (৪৮) নিয়ে পালিয়ে যান। 

পালানোর আগে পিয়ারা বেগম বাড়ি থেকে চার ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা নিয়ে গেছেন বলে এ প্রতিবেদককে জানান অভিযোগকারী পিয়ারা বেগমের বড় মেয়ে। 

অভিযুক্ত মধু মাঝিরকান্দা গ্রামে একটি দোকান নিয়ে ঝাড়ফুঁকের চিকিৎসা করতো বলে জানা গেছে।

এ বিষয়ে দোহার থানার উপ পরিদর্শক মো. আব্দুল কুদ্দুস জানান, কথিত কবিরাজ মধুর নামে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি