ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪

মেঘনায় নৌকাডুবি, ৮ জেলে উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০২২

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মেঘনা নদীর চর আবদুল্যাহ এলাকায় ডুবে যাওয়া নৌকার ৮ জেলেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দিয়ে উদ্ধার হলেন তারা।

উদ্ধারকৃত জেলেরা হলেন, বরিশালের হিজলা উপজেলার কাকুড়িয়া এলাকার বাসিন্দা ইসমাইল মাঝি, রাব্বি, শুক্কুর আলী, মো. আব্দুল, নুরুল ইসলাম, ইব্রাহিম, সাইফুল ফরাজী ও সাদ্দাম।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহম্মেদ।

তিনি বলেন, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে সাগর থেকে মাছ ধরে বরিশালের হিজলাতে ফেরার পথে ভাটায় ৮ জন জেলে একটি নৌকা নিয়ে মেঘনা নদীর বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্যাহ ইউনিয়নের একটি চরে আটকা পড়ে। পরে জোয়ারের তোড়ে তাদের নৌকাটি ডুবে যায়। স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। কল পেয়ে বড়খেরী নৌ-পুলিশ এদিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া নৌকাটির ৮ জন জেলেকে জীবিত উদ্ধার করে। পরে তাদের উদ্ধার করে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি