ঢাকা, শনিবার   ০৬ জুলাই ২০২৪

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩০, ১৭ সেপ্টেম্বর ২০২২

নোয়াখালীর কবিরহাট ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ৪টি  কিরিচ, ১টি দা জব্দ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথকস্থানে এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে আবুল হায়াত রনি (২৩), হাতিয়ার চানন্দী ইউনিয়নের হাজীগ্রামের সালা উদ্দিনের ছেলে ফয়সাল (২০) ও কবিরহাটের নলুয়া গ্রামের নূর হোসেনের ছেলে নুরুল ইসলাম (২০)। এদের মধ্যে ফয়সাল ও নুরুল ইসলাম নোয়াখালী সুপার মার্কেটের আলিফ হোটেলে চাকরি করতো।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা গ্রামের আবদুর রহিমের বসত ঘরে অভিযান চালিয়ে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তথ্য দাতা রনিকে সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে সে স্বীকার করে জায়গা-জমি নিয়ে অস্ত্র উদ্ধারকৃত বাড়ির মালিক আবদুর রহিমের সাথে তাদের বিরোধ ছিল। এসব ঘটনায় তাদের পাল্টাপাল্টি একাধিক মামলা
রয়েছে। রহিমের পরিবারকে ফাঁসানোর উদ্দেশ্যে রনি অস্ত্রগুলো তাদের ঘরে রাখে। ঘটনায় তার বিরুদ্ধে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুর এলাকার এম এ রশিদ মোড়ের ফাতেমা মঞ্জিলের পার্শ্ববর্তী একটি টিনসেড ঘরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ফয়সাল ও নুরুল ইসলামকে আটক করে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম তথ্যগুলো নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি