ঢাকা, শনিবার   ০৬ জুলাই ২০২৪

বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২২, ১৭ সেপ্টেম্বর ২০২২

বরগুনার সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামে ঘর সংস্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও ১ জন। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, হারুন হাজীর ছেলে হেলাল দীর্ঘ ১৪ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত সপ্তাহে তিনি বাড়ি আসেন। এরপর নতুন পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। দুপুরের দিকে মামাত ভাই বেলায়েত, প্রতিবেশি রবিউল ও আরিফকে নিয়ে পুরনো ঘরটি অপসারণ করতে যান। এ সময় পাশে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের টিনে লেগে যায় এবং চারজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনাস্থলেই বেলায়েত, হেলাল ও রবিউল মারা যান। আরিফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 
বরগুনা সদর থানার ওসি আলি আহম্মেদ বলেন, সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের কদমতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনায় তিনজন মারা গেছে। নিহতদের সুরতহাল রিপোর্ট করা হয়েছে এবং পরিবারের সদস্যদের আবেদনে ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে। 

বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দাফনের জন্য আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। 
কেআই//


 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি