ঢাকা, শনিবার   ০৬ জুলাই ২০২৪

পুটখালি সীমান্ত থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২২

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুই কোটি টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ হৃদয় হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কের উপর থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক হৃদয় হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

বিকেলের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স)।

বিজিবি জানায়, সোনা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জেরদার করে। পরে ২১ বর্ডার গার্ডের অধিনায়ক সংগীয় ফোর্স নিয়ে পুটখালী-বালুন্ডা সড়কে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ওই যুবকের হাতে থাকা একটি শপিং ব্যাগসহ তাকে আটক করে। এসময় তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। ওজন দুই কেজি ৩৩৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো উপর সুইজারল্যান্ডের তৈরি লেখা ছিল।

অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, আটককৃত স্বর্ণপাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন গত ৬ মাসের ব্যবধানে প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ২০ কেজি ওজনের স্বর্র্ণসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে। সীমান্তে মাদক স্বর্ণসহ চোরাচালানে জিরো টলারেন্স দেখাতে বিজিবি কাজ করছে বলে জানান ওই কর্মকর্তা।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি