ঢাকা, মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪

নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন করল ‘ওঁরাও’ সম্প্রদায়

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২০:০০, ১৮ সেপ্টেম্বর ২০২২

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওঁরাও সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী কারাম পূজা। বংশ পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় ‘ওঁরাও’ সম্প্রদায় এই পূজা উৎসব আকারে পালন করে আসছে।

আপদ-বিপদ থেকে মুক্তি, অতিবন্যা ও খরা থেকে বাঁচতে দেশ ও মানুষের মঙ্গল কামনায় প্রতি বছরের ন্যায় এবারও ভাদ্র মাসের শুক্লা একাদশীতে ঠাকুরগাঁয়ের ওঁরাও সম্প্রদায় নেচে-গেয়ে ঐতিহ্যবাহী ও সামাজিক উৎসবটি পালন করে। 

কারাম একটি বৃক্ষ। বাংলা বছরের ভাদ্র মাস এলেই এই বৃক্ষের ডাল নিয়ে একটি নির্ধারিত স্থানে পুতে রেখে সেখানে দুধ ছিটিয়ে জ্বালানো হয় ধূপ। পুঁতে রাখা কারামের ডাল ঘিরে সারা রাত নৃত্যযোগে ধর্মীয় গীত করা হয়। কারাম উৎসবে ‘ওঁরাও’ সম্প্রদায় তাদের নিজেদের ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরেন।  সপ্তাহখানেক আগে থেকেই চলতে থাকে পূজার প্রস্তুতি। পূজার আগের রাত থেকে শুরু হয় উপবাস। এটা শেষ হয় তিনদিন পর বিসর্জনের মধ্য দিয়ে। পূজা শুরু হয় সন্ধ্যার পরপরই। বেশ কয়েকটি আন্ষ্ঠুানিকতা শেষ করে নৃত্য-গীতযোগে পূজা করা হয়। তাদের বিশ্বাস ধর্ম ও কর্মা নামে তাদের ধর্মীয় দুই দেবতার প্রতি এই অর্চনা তাদের যে কোন বিপদ থেকে রক্ষা করবে। জেলা সদরের সালান্দর ইউনিয়নের পাচপীরডাঙ্গা আদিবাসী গ্রামে শনিবার দিবাগত রাতে আয়োজিত উৎসব অনুষ্ঠানটি দেখার জন্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে।

জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট অরুণাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. শামসুজ্জামান, সালান্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী ও জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ ইমরান হোসেন চৌধুরী এবং ‘ওঁরাও’ সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের অসংখ্য মানুষ সমবেত হয়।

এসময় জেলা প্রশাসক মাহাবুবুর রহমান ‘ওঁরাও’দের সম্প্রদায়ের এই ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখতে সরকারি সব ধরণের সহযোগীতা করা হবে বলে জানান। প্রতি বছর ভাদ্র মাসের শেষ সপ্তাহে অথবা আশ্বিন মাসের প্রথম সপ্তাহে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর, জগন্নাথপুর, পাঁচপীর ডাঙ্গা, চন্ডিপুরসহ জেলার বিভিন্ন স্থানে ওঁরাও সম্প্রদায়ের নারী-পুরুষ এই উৎসবের আয়োজন করে থাকেন।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি