ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০০ পিস ইয়াবা-সহ মাসুদ পারভেজ (৩৫) ও মোনায়েম (৩৪) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। 

সোমবার ভোরে উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ নিশ্চিত করেন। 

আটককৃতরা হলেন, মাসুদ পারভেজ ওই ইউনিয়নের মুসলেমহাটি গ্রামের আব্দুস সোবহানের ছেলে, মোনায়েম পার্শ্ববর্তী শংকরখালী গ্রামের আব্দুল মতিনের ছেলে।

ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। এঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি