ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

কারাগারে মারা গেলেন ফার্মাস ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সালাহউদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৫, ২১ সেপ্টেম্বর ২০২২

দি ফার্মাস ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাহউদ্দিন (৬০) কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাত পৌনে ২টার দিকে কারাগারে বন্দি সালাউদ্দীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে গাজী সালাহউদ্দিনকে মৃত ঘোষণা করেন। 

তিনি ঢাকার মোহাম্মদপুরের ২১২ শেরশাহগলি রোডের বাসিন্দা। স্থায়ী ঠিকানা পটুয়াখালী জেলার আদালতপাড়ার নিরাল নিলয় মসজিদ মহল্লা এলাকায়।

তিনি আরও জানান, গাজী সালাউদ্দীন দুদকের একটি মামলায় তিন বছরের দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। বুধবার হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

জানাগেছে, ফার্মাস ব্যাংক (বর্তমানে পদ্মা) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের মামলায় আদালত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আট জনকে সাজা প্রদান করেন। তার মধ্যে ওই ব্যাংকের সাবেক এসইভিপি গাজী সালাহ উদ্দিনও রয়েছেন। ওই মামলায় গাজী সালাহউদ্দিনকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি