ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

সীমান্তে কাঁদায় আটকে হাতির মৃত্যু

নেত্রকোনা সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৩২, ১৮ নভেম্বর ২০২২

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বেতগড়া সীমান্ত এলাকায় কাঁদায় আটকে মাঝারি আকারের এক বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়রা উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে কৃষক মনসুরের খেতে মৃত অবস্থায় হাতিটিকে দেখতে পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, সীমান্তে কৃষকদের আমন খেতের ধান পাকা ও আধা পাকা অবস্থায় রয়েছে। সম্প্রতি কিছুদিন যাবত সন্ধ্যা হলে ভারতীয় সীমান্ত পার হয়ে দল বেধে বন্য হাতির পাল আমন ক্ষেতে প্রবেশ করে ধান খেয়ে ফসলের ক্ষতি করে যাচ্ছে। এ জন্য সীমান্তবর্তী কৃষকরা একত্রিত হয়ে রাতের বেলায় মশাল জ্বালিয়ে পাহাড়ার ব্যবস্থা করেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে আটটি হাতির একটি পাল প্রবেশ করে ধানের ক্ষতি শুরু করে। এলাকাবাসীর তাড়া খেয়ে হাতির পাল সীমান্তের ওপারে চলে যায়। সকালে গ্রামবাসী একটি মাঝারি আকারের হাতি কাঁদায় আটকে মৃত অবস্থায় পড়ে রয়েছে। 

স্থানীয়দের ধারণা, রাতে তাড়া খেয়ে হাতির পাল থেকে একটি হাতি কাঁদায় আটকে মারা যায়।

এবিষয়ে রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, প্রাণী সম্পদ বিভাগকে জানানো হয়েছে তারা এসে ময়নাতদন্ত শেষে মৃত হাতিকে মাটিচাপা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। 

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর রাত ৯টার দিকে এই সীমান্তে কৃষকরা মশাল জ্বালিয়ে হাতী তাড়ানোর সময় এক হাতির আক্রমণে সন্যাসীপাড়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে মো. নূরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি