ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

গৃহবধূকে বেঁধে রেখে বেনাপোলে দুর্ধর্ষ ডাকাতি

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ০০:৩৩, ২৪ নভেম্বর ২০২২

যশোরের বেনাপোলে গৃহবধূকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে একদল ডাকাত। ঘটনাটি ঘটেছে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের উত্তর পাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন আশানুর রহমানের বাড়িতে।

বুধবার (২৩ নভেম্বর) গভীর রাতে সীমানা প্রাচীরের গেট ও ঘরের তালা ভেঙ্গে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে জমি বিক্রির গচ্ছিত নগদ ১৬ লাখ টাকাসহ স্বর্ণালংকর নিয়ে গেছে বলে জানা যায়।

ভূক্তভোগী গৃহবধু হালিমা (৩৮) জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ রুমের ভিতর একদল ডাকাত সদস্যকে দেখতে পাই। তারা তাকে মুহুর্তের মধ্যে হাত-পাঁ ও চোঁখ বেঁধে ফেলে ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণালংকর ও নগদ ১৬ লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়।

তাৎক্ষণিক পরিবারের সদস্যরা জরুরি সহায়তা নাম্বার ৯৯৯ এ কল করে ডাকাতির বিষয় অবগত করেন। সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশের সদস্যরা বুধবার সকালে ভূক্তভোগীর বাড়ি পরিদর্শন করেন।

বেনাপোল পোর্ট থানার এস আই অমিত হাসান জানান, ৯৯৯ এ কল মোতাবেক সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে ডাকাতির সত্যতা মিলেছে। থানায় অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে গভীর রাতে ডাকাতির ঘটনায় এলাকাবাসী আতংকের মধ্যে রয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি