ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবারও শীর্ষে

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ২৮ নভেম্বর ২০২২

বিগত বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার ফলাফলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল জেলায় শীর্ষস্থান অর্জন করেছে। বিদ্যালয়টি থেকে ১৪১ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাসের পাশাপাশি ১২৯ জন জিপিএ-৫ পেয়েছে। 

সোমবার দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এতে দেখা যায়, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের পাশাপাশি জেলা শহরের নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪৪ জন পরীক্ষা দিয়ে ১৮১ জন এবং নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ২৪৩ জনে ১৬৯ জন জিপিএ-৫ পেয়েছে। 

এছাড়া নাটোর সুগার মিল উচ্চ বিদ্যালয় থেকে ৩৮ জন, পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৩৫ জন, বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোশেফ উচ্চ বিদ্যালয় থেকে ১২৪ জন, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জন, আগ্রান উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ জন, আহমেদপুর এম এইচ উচ্চ বিদ্যালয় থেকে ৪৪ জন জিপিএ-৫পেয়েছে। 

সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে ৮০ এবং ভোকেশনালে ৪৩ জন ও সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাত্র ৮ জন জিপিএ-৫পেয়েছে। লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল স্কুল থেকে ৪৮ জন, শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে ৪৪ জন, লালপুর পাইলট বালিকা বিদ্যালয় থেকে ৩৪ এবং নলডাঙ্গার শ্রীস চন্দ্র বিদ্যা নিকেতন থেকে ২৬ জন এবং নলডাঙ্গা সরকারি বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি