ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রীর বটির কোপে স্বামী নিহত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৮, ২৯ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বরিশালে পারিবারিক কলহের জেরে ব‌টি দি‌য়ে কুপিয়ে স্বামী শেখ ইকবাল কবির (৬০)কে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে আটক করেছে বরিশাল মে‌ট্রোপ‌লিটনের কাউনিয়া থানা পুলিশ। 

সোমবার রাতে বরিশাল নগরীর পলাশপুর এলাকার এ ঘটনা ঘটে। 

নিহত শেখ ইকবাল কবির এলাকার মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে। 

স্বজনরা জানান, সোমবার রাত ১০টার দিকে ইকবাল বাসার ছাদে বসেছিলেন। এ সময় পেছন থেকে তাকে এলোপাথাড়ি কোপ দেয় স্ত্রী জাফরিন আরা পপি। ইকবালের চিৎকার শুনে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যান স্বজনরা। 

গুরুতর আহত ইকবালকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা।
 
ইকবালকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইকবাল দুই কন্যা সন্তানের জনক ছিলেন। 

এ ঘটনায় বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন ইকবালের ভাতিজা সোহাগ। 

কাউনিয়া থানার উপ-প‌রিদর্শক এনামুল জানান স্ত্রী জাফরিন আরা পপিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি