ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

নোয়াখালীতে দু’দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ৭ ডিসেম্বর ২০২২

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানে এবং ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নোয়াখালীতে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। 

বুধবার সকালে নোয়াখালী শিল্পকলা একাডেমীতে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমীর সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম প্রমুখ।

বক্তারা জানান, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ, প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণ, নাগরিক সেবা সহজীকরণ, উদ্ভাবনী উদ্যোগে সহযোগিতা প্রদানসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তারা আরও বলেন, ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ নামে এক স্বপ্নের সূচনা হয়। ‘রূপকল্প ২০২১” বাস্তবায়িত হওয়ার মধ্য দিয়ে এই স্বপ্নের স্বার্থক বাস্তবায়ন হয়। সে প্রেক্ষিতে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ। 

গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠন করা হয় ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’। 

২০১৮ সালের ১১ মে বাংলাদেশ বিশ্বের ৫৭তম রাষ্ট্র হিসেবে নিজস্ব স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে উৎক্ষেপন করে। উন্নয়নের এই অগ্রযাত্রায় ‘ডিজিটাল ট্রান্সফর্মেশনের’ অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে ই-নথি, ই-নামজারি, ই-চালান, অনলাইন ট্যাক্স রিটার্ন, ই-জিপি (টেন্ডার), অনলাইন ইউটিলিটি বিল পেমেন্টসহ নানামুখী ডিজিটাল সেবা।

মেলায় ৩৩টি সরকারি, ১৫টি বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্যোক্তা স্টলে ডিজিটাল সেবা প্রদর্শন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি