ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

কুষ্টিয়ায় অবৈধ বালু উত্তোলনে পদ্মায় ভাঙনের শঙ্কা (ভিডিও)

রত্না জামান

প্রকাশিত : ১০:৫০, ১০ ডিসেম্বর ২০২২

কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়া ঘাট এলাকায় পদ্মা নদীর তীর থেকে মাত্র ৩ থেকে ৪শ’ ফুটে দূরে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, রাজশাহী-খুলনা মহসাড়ক, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প, জনবসতি। 

স্থানীয়দের অভিযোগ, তালবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল অবৈধভাবে এই বালু উত্তোলনের সাথে জড়িত।

এরই মধ্যে দুয়েক জায়গায় নদী ভাঙন শুরু হয়েছে। এভাবে বালু তোলা চলতে থাকলে নদী ভাঙ্গনের ৩০ ফুটের মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ২০০ ফুটের মধ্যে রাজশাহী-খুলনা মহসাড়ক এবং প্রায় ৩ কিলোমিটার দূরে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প নদী ভাঙ্গনের কবলে পড়ার আশঙ্কা নদী তীরের মানুষের। 

বালু উত্তোলনের প্রতিবাদ করলে ভয়-ভীতি দেখানো হয় বলেও অভিযোগ তাদের। 

তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের দাবি, নদী তীরের কাছ থেকে বালু কাটলে কোন ক্ষতি হবে না। 

ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও টেলিফোনে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

নদী তীরের কাছ থেকে বালু উত্তোলন বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি