ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

‘স্বপ্নের বাড়ি’ পাচ্ছে নোয়াখালীর ৫ পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১০ ডিসেম্বর ২০২২

সরকারের মতো বেসরকারি শিল্পোদ্যোক্তারাও নিঃস্ব ও হতদরিদ্রদের বাড়ি উপহার দেয়া শুরু করছে। দুটি কক্ষ, রান্নাঘর, বাথরুম ও বারান্দাসহ ৬০০ বর্গফুটের মোট ১৬টি বাড়ি পাচ্ছে নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দারা। 

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান পসকো ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় ও অনুপ্রেরণায় স্বপ্নের এই বাড়ি তৈরির উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশের নামকরা শিল্পপ্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি।

পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, ‘সরকারের পক্ষে দেশের সকল গৃহহীন মানুষকে বাড়ি বানিয়ে দেওয়া সত্যিই কঠিন। বেসরকারি শিল্পোদ্যোক্তারা এরকম ছোট ছোট উদ্যোগ নিলে দেশের জন্য অনেক বড় কাজ হয়ে যাবে। মানুষের জীবনে অনেক স্বপ্নের মধ্যে নিজের বাড়ি হল অন্যতম।’

আগামী ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এসব বাড়ি এলাকাবাসীর মধ্যে হস্তান্তর করা হবে। 

এ প্রসঙ্গে পসকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের কমার্শিয়াল ডিপার্টমেন্টের হেড আহসানুল আলম বলেন, ‘যাদের নিজস্ব জমি আছে, কিন্তু বাড়ি বানানোর সক্ষমতা নাই এমন মানুষদের আমাদের ডিজাইনে বাড়ি তৈরি করে দিচ্ছি। নিরপেক্ষতা বজায় রাখার জন্য স্থানীয় এনজিও ‘এনআরডিএস’ এর মাধ্যমেই এসব মানুষের তালিকা তৈরি করা হয়েছে। এনআরডিএস স্থানীয়ভাবে সব ধরনের সহায়তা দিচ্ছে। এটা পাইলট প্রজেক্ট। পিএইচপির সহযোগিতায় আগামীতেও আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।’ 

প্রথম দফায় নির্মাণাধীন পাঁচটি বাড়ি হস্তান্তর করা হবে। বাকি ১১টি আগামী মার্চের মধ্যে ক্রমান্বয়ে বুঝিয়ে দেয়া হবে।

তিনি জানান, প্রতিটি বাড়ি বানাতে খরচ হচ্ছে ৪ লাখ ৭০ হাজার টাকা। পিএইচপি কালারকোটেড ঢেউটিনের মতো বাজারের সেরা ও মানসম্মত সামগ্রী দিয়েই বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। যাতে প্রতিটি বাড়ি টেকসই ও মজবুত হয়।

বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে অতিথি থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, দক্ষিণ কোরিয়া থেকে আসা পসকো ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

সরকার ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে খাসজমিতে ভূমিহীনদের জন্য বাড়ি তৈরি করে হস্তান্তর করছে।

এএইচএস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি