ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৯, ১১ ডিসেম্বর ২০২২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন ডিপজল (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সে পৌরসভার ১নং ওয়ার্ড বাঘডাঙ্গা পীরবাড়ী এলাকার আশরাফুল আলমের ছেলে। 

ওয়ার্ড কমিশনার আশরাফুল ইসলাম ইসরাইল জানান, পীরবাড়ী দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ডিপজল। শনিবার সে বোরো বীজতলায় সেচ দিতে বাড়ির পাশে পুকুর থেকে পানি উঠাতে বৈদ্যুতিক মোটর স্থাপন করছিল। 

এসময় কাদামাটিতে বৈদ্যুতিক তার পড়ে যায়। সেখান থেকে তা উঠাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে ডিপজলের মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি