ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

বিএম ডিপোর আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১৩ ডিসেম্বর ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে লাগা আগুন প্রায় ৪০ মিনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আগুনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিপোর ভেতর অবস্থিত একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউটিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এর আগে গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর এক বিস্ফোরণ ঘটে সেখানে। এতে আগুন ছড়িয়ে পড়ে ডিপোটির বিভিন্ন জায়গায়।

ওই ঘটনায় প্রথম দুই দিনে দমকলকর্মীসহ ৪১ জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যু হয় এবং ডিপোতে কয়েকটি দেহাবশেষ পাওয়া যায়। সব মিলিয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯ জনে। আহত হন দুই শতাধিক মানুষটে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি হয়। ক্ষয়ক্ষতি হয় কোটি কোটি টাকার।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি