ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

ইজিবাইকের যন্ত্রাংশ খুলে বিক্রির সময় ২ যুবক গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫১, ২২ ডিসেম্বর ২০২২

যশোরের বেনাপোলে চুরি হওয়া ইজিবাইক ও ৫টি ব্যাটারিসহ চোরচক্রের দুই সদস্য মোমিন (৩২) ও দেলোয়ার (৩৪)কে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।

বুধবার বিকালে বেনাপোল বাজারের একটি গ্যারেজে ইজিবাইকের যন্ত্রাংশ খুলে বিক্রি করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মোমিন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের কওছার আলীর ছেলে ও দেলোয়ার একই গ্রামের রবিউলের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার (১৮ ডিসেম্বর) যশোর সদরের বোলপুর এলাকা থেকে যশোর বাজারে ইজিবাইক ভাড়া নিয়ে আসেন মুনতাজ আলীর ছেলে রফিকুল ইসলাম। এসময় সে ইজিবাইক রেখে বাজারে বাজার করছিলেন। পরে এসে দেখেন ইজিবাইক নেই। 

বুধবার সকালে সে জানতে পারে বেনাপোল বাজারে তার ইজিবাইকটি যন্ত্রাংশ খুলে বিক্রি হচ্ছে। পরে তিনি পোর্ট থানা পুলিশের সাহায্য চাইলে ঘটনাস্থলে গিয়ে তার ৫টি ব্যাটারিসহ ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ। এ সময় মোমিন ও দেলোয়ারকে গ্রেফতার করা হয়।
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, আটক আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি