ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

নাটোরে জামায়াতের ৮ কর্মী আটক

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ২৪ ডিসেম্বর ২০২২

নাটোরে জামায়াতে ইসলামীর ৮ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার শহরের উলুপুর হেলিপ্যাড মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

জামায়াত নেতৃবৃন্দের দাবি, শনিবার বিএনপি জোটের পুর্ব ঘোষিত গণমিছিল শেষে বাড়ি ফেরার পথে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত শফির উদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম (৪৫), মৃত তছির উদ্দীনের ছেলে মামুনুর রশীদ মোল্লা (৫০), বাঁশিলা গ্রামের বাঁশিলা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মাওলানা আবু নওশাদ (৪০), মোঃ আরিফুল ইসলামের ছেলে ফজলুল হক নান্নু (৩৫), জেকের আলীর ছেলে নিজাম উদ্দিন (৩৫), মৃত কলিমুদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৫২), মৃত আক্কাস আলীর ছেলে জাহিদ হাসান (৩৭) ও বেলাল হোসেন (৩৫)।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নুরুল ইসলাম জানান, কোন ধরনের উসকানি ছাড়াই জামায়াতের ৮ কর্মীকে শহরের উলুপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকালে তারা শহরের চকরামপুর এলাকায় জামায়াতের গণমিছিল শেষে বাড়ি ফিরছিলেন। 

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ ওই ৮ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের  বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি