ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

আড়াই ঘণ্টা পর ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ২৬ ডিসেম্বর ২০২২

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নগরীর বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এ নিয়ে এ বছর চতুর্থ বারের মতো বগিটি লাইনচ্যুত হয়।

এর আগে গত ১৭ ও ১১ ডিসেম্বর এবং ১৮ সেপ্টেম্বর ট্রেনটির একই বগি নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। 

ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে লোকোসেডের কর্মীরা কাজ শুরু করেন। উদ্ধার কাজ শেষে সকাল ১০ টা ৫ মিনিটের দিকে ময়মনসিংহ রুটের ট্রেন চলচাল স্বাভাভিক হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি