ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

মেঘনায় ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের শংকা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৭, ২৬ ডিসেম্বর ২০২২

চট্টগ্রাম থেকে চাঁদপুর যাওয়ার পথে ভোলায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে মেঘনা নদীতে। দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের আশংকা। নদী থেকে তেল সংগ্রহ করে নিচ্ছেন সাধারণ মানুষ। দূষণরোধে নদী থেকে তেল উত্তোলনের কাজ শুরু করেছে কোস্টগার্ড। 

চট্টগ্রাম বন্দর থেকে ৯ লাখ লিটার ডিজেল এবং দুই লাখ ৩৪ হাজার লিটার অকটেন নিয়ে  চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এমভি সাগরনন্দিনী-২। রোববার ভোররাতে ঘন কুয়াশায় ভোলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে অপর একটি কার্গোর সাথে সংঘর্ষে তলা ফেটে ডুবে যায় জাহাজটি। 

ডুবে যাওয়া জাহাজ থেকে মেঘনায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে জ্বালানি তেল। সেই তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। 

জেলে থেকে শুরু করে সাধারণ মানুষ, যে যেভাবে পারছে নৌকা দিয়ে গিয়ে তেল সংগ্রহ করছে।

জাহাজডুবির পর তেল লুট হয়েছে বলেও অভিযোগ করেছেন ডুবে যাওয়া কার্গোজাহাজের মাস্টার।
মাসুদুর রহমান বেলাল। 

তেলের কারণে নদীদূষণসহ মৎস্যখাতে বিপর্যয়ের আশংকা করা হচ্ছে। এদিকে নদীর দূষণরোধে তেল তোলার কাজ শুরু করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হৃদয় বলেন, "আমরা আশা করছি দ্রুত নদীতে ছড়িয়ে পরা সব তেল অপসারণ করতে পারবো।" 

নিমজ্জিত তেলবাহী জাহাজটি দ্রুত উদ্ধার করা না গেলে আরো তেল নদীতে ছড়িয়ে পড়ে পরিবেশ বিপর্যয়ের আশংকা করছেন স্থানীয়রা।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি