ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

মেঘনায় জাহাজ ডুবির ৩ দিন পর উদ্ধার কাজ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২৮ ডিসেম্বর ২০২২


ভোলার মেঘনায় কার্গো জাহাজ এমভি সাগর নন্দিনী-২ ডুবির ৩ দিন পর উদ্ধার কাজ শুরু হয়েছে। 

উদ্ধারকারি জাহাজ বার্জ মঙ্গলবার রাতে ঘটনাস্থলে এসে পৌঁছায়। বুধবার সকাল ১০টা থেকে উদ্ধার কাজে বিআইডব্লিউটিএ, কোস্টগার্ডসহ ৫০ সদস্যের ডুবুরি ও বিশেষজ্ঞ দল অংশ নেয়। 

সহযোগীতা করছে কোস্টগার্ড-নৌ পুলিশ। 

বিআইডব্লিউটিএ পরিচালক (নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ) মো. শাজাহান বলেন, উদ্ধার কাজে ৫০ সদস্যের একটি টিম অংশ নিয়েছে। প্রথমিক অবস্থায় ড্রেজিং কাজ শুরু হয়েছে, তবে ঘনকুয়াশা এবং স্রোতের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। কখন উদ্ধার কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না এ কর্মকর্তা।

গত রোববার ভোর রাতে চট্টগ্রাম থেকে ১১ লাখ ৫০ হাজার তেল নিয়ে চাঁদপুরের উদ্দশ্যে যাচ্ছিল পদ্মা ওয়েল কোম্পানির কার্গো জাহাজটি। ঘন কুয়াশায় সেটি ভোলার তুলাতলী পয়েন্টে অপর একটি জাহাজের সঙ্গে থাক্কা লেগে ডুবে যায়। 

এতে তেল ছড়িয়ে পরে পরিবেশে বিপর্যয় ঘটেছে। 

ঘটনার পর স্থানীয়ভাবে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) সূত্রে জানা যায়, জাহাজে ৯২৯ টন তেল রয়েছে। এরমধ্যে ৭৫৮ টন ডিজেল, ১৭১ টন অকটেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি