ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২৯ ডিসেম্বর ২০২২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ২টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।

জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ফেরিঘাটের উদ্দেশে পাটুরিয়া ফেরিঘাট ছেড়ে যায় এনায়েতপুরি নামের একটি ফেরি। পরে নদীতে কুয়াশার প্রকোপ বেশি থাকায় নৌপথ চলাচলের দিকনির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ পদ্মায় যানবাহন বোঝাই ফেরিটি নৌঙর তোলে। এ কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। তবে পাটুরিয়া-দৌলতদিয়া কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন জানান, কুয়াশার কারণে বুধবার রাত ২টার দিকে মাঝ পদ্মায় এনায়েতপুরি ফেরি যানবাহন নিয়ে আটকা পড়ে।

তিনি আরও জানান, নদীতে কুয়াশার প্রকোপ কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফের ফেরি চলাচল শুরু হবে। ফেরি চলাচল স্বাভাবিক হলে আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি